Part – II [Main Examination}]
মোট 10 টা পেপার থাকবে।
A. Compulsory Language Paper:
এই পেপার 2 টি কোয়ালিফাইং ইন নেচার হবে মানে ইন্টারভিউর মেরিট লিস্ট তৈরি করার সময়ে এই পেপার 2 টির মার্কস অ্যাড হবে না। এখানে প্রতিটি পেপার এ 30% করে মার্কস পেতে হবে।
1. ল্যাংগুজেস পেপার A – Bengali/Nepali – 300 মার্কস
2. ল্যাংগুজেস পেপার B – English – 300 মার্কস
B. Other Compulsive Subjective Papers:
3. English Easy and Composition – 250 মার্কস।
4. বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি (প্রাচীন থেকে আধুনিক সময়) (এইটী আগে ছিলো না)– 250 মার্কস ।
5. (জেনারেল স্টাডিজ পেপার I) – (ইতিহাস ও ভূগোল) – 250 মার্কস ।
6. (কারেন্ট অ্যাফেয়ার্স, GK, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার জ্ঞান, পরিবেশগত অধ্যয়ন) – 250 মার্কস।
(এখানে পরিবেশের কিছু নতুন চ্যাপ্টার অ্যাড করা হয়েছে – জৈব বৈচিত্র্য এবং উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল, বৈশ্বিক উষ্ণতা, শিল্প ও পরিবেশ দূষণ, ওজোন স্তর এবং সম্পর্কিত সমস্যা।)
7. পেপার V- (GS III) – (ভারতীয় অর্থনীতি ও রাজনীতি) – 250 মার্কস।
8. পেপার VI-(GS-IV) পাটিগণিত এবং রিজনিং – 250 মার্কস।
C. Optional Papers
9 and 10. পেপার I এবং পেপার II – অপশনাল পেপার – 250+250 = 500.
· মোট 2000 মার্কস।
· প্রতিটি পেপার ডেস্ক্রিপটিভ টাইপ থাকবে।
· যারা গ্রুপ C, আর D এর জন্য বসবে তারা পেপার VII ও পেপার VII না দিলেও চলবে। এই 2 টি অপশনাল পেপার হিসাবে থাকবে।
· প্রতিটি পেপার এর জন্য সময় বরাদ্দ থাকবে 3 ঘন্টা করে।
· বাংলা বা English এ উত্তর লেখা যাবে।
· Language paper – A তে বাংলা ও নেপালী ছাড়া আর কোনো বিকল্প থাকছে না।