Kolkata Police Constable - 2024 Notification Out for 3734 Posts

কোলকাতা পুলিশের পুরুষ ও মহিলা কনস্টবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন শুরু ১লা মার্চ , ২০২৪ থেকে। 

Kolkata Police Constable Notification 2024

আবেদন শুরু - 1st মার্চ, 2024
আবেদন করার শেষ দিন - 31st মার্চ, 2024

Official Link

শূন্য পদঃ কনস্টবল - 3464, মহিলা কনস্টবল - 270

কোলকাতা পুলিশের নিয়োগ পরীক্ষা ৫ টি স্তরে হয়ে থাকে - Preliminary, Physical Measurement Test (PMT), Physical Efficiancy test (PET), Final Written Examnition, Interview.  


Preliminary: 
মোট নম্বর - 100 (MCQ Type)
কেবলমাত্র বাংলা ও নেপালি ভাষায় প্রশ্ন হবে। 

i. General Awareness and General Knowledge 40 Marks
ii. Elementary Mathematics (Madhyamik standard)30 Marks
iii. Reasonin30 Marks
প্রতি ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কাটা যাবে। 
Physical Measurement Test (PMT):
মহিলাদের ক্ষেত্রেঃ
  উচ্চতা - 160 cm / 5.3 ft; ওজন - 49Kgs হতে হবে।
পুরুষ দের ক্ষেত্রেঃ উচ্চতা -167cm/ 5.75tf;  ওজন- 57Kgs ছাতি (প্রসারিত)- 83cm/ 2ft 8.67 inches ছাতি (প্রসারিত না করে)- 78cm/ 2ft 6.7 inches

Physical Efficiancy test (PET):
মহিলাদের ক্ষেত্রেঃ
800 মিটার দৌড়,  সময়- 4 মিনিট
পুরুষ দের ক্ষেত্রেঃ 1600 মিটার দৌড়, সময়- 6 মিনিট 30 সেকেন্ড

Final Written Examnition:
মোট নম্বর - 85 (MCQ Type)
কেবলমাত্র বাংলা ও নেপালি ভাষায় প্রশ্ন হবে।
A.General Awareness and General Knowledge25 Marks
B. English - 10 Marks
C. Elementary Mathematics (Madhyamik standard) - 25 Marks
D. Reasoning and Logical Analysis - 25 Marks
Interview:
ইন্টারভিউ হবে মোট 15 নম্বরের। এক্ষেত্র বাংলা বলতে সক্ষম হতে হবে। 

যোগ্যতাঃ 

বয়সঃ 1st জানুয়ারি, 2024অনুসারে  18 থেকে 30 বছর বয়স হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতাঃ 
মাধ্যমিক পাশ
আবেদনকারিকে বংলায় লিখতে ও পড়তে জানতে হবে। 

{{Shouvik Das}}
Founder, Teacher
ClassOne Education

Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
𝕏
ClassOne 2025 Privacy policy Terms of use Contact us Refund policy