RRB NTPC 2024 notification out for 10,884 Vacancies

RRB declared 10,884 non - technical posts for Indian railways in 2024. RRB NTPC 2024 will release soon on the RRB's official website. 
Thu Aug 1, 2024

RRB NTPC 2024 বিজ্ঞপ্তি: বিস্তারিত জানো

রেলওয়ে রিক্রুট্মেন্ট বোর্ড (RRB) NTPC 2024 পরীক্ষার শূন্যপদ প্রকাশিত হয়েছে লেভেল 2, 3, 5 এবং 6 পোস্টের জন্য। RRBএর অফিসিয়াল নোটিফিকেশন, 25th জুলাই, 2024 অনুসারে এইবারে মোট 10,884 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। আমরা সবাই জানি রেলের বিভিন্ন দপ্তরে লক্ষাধিক শূন্যপদ রয়েছে। তাই আশা করা যায় সেই শূন্যপদ পূরনের লক্ষে বিভিন্ন দপ্তরে আর বিভিন্ন RRB তে ক্রমান্বয়ে নোটিফিকেশন আসবে। যারা রেলওয়ে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ (NTPC) পদে আবেদন করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এই পরীক্ষার মাধ্যমে রেলওয়ের বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে।

নিয়োগ প্রক্রিয়াঃ

1. Station Master and Traffic Assistant: CBT - 1, CBT -2, CBAT, Document Verification and Medical Examination. 

2. Junior Clerk cum Typist, Junior Time Keeper, Accounts Clerk cum Typist, Senior Clerk cum Typist, Junior Account Assistant cum Typist, and Senior Time Keeper: CBT - 1, CBT -2, CBAT, Document Verification and Medical Examination. 

3. Trains Clerk, Commercial cum Ticket Clerk, Goods Guard, Senior Commercial cum Ticket Clerk, Commercial Apprentice: CBT - 1, CBT -2, Document Verification and Medical Examination.

RRB NTPC পরীক্ষার প্যাটার্ণ

I. Computer Based Test (CBT) - 1: Subjects: General Awareness, Mathematics, Reasoning. Number of questions: 100, Duration: 90 Minutes

II. Computer Based Test (CBT) - 2: Subjects: General Awareness, Mathematics, Reasoning, General Science. Number of questions: 120, Duration: 90 Minutes

III. টাইপিং টেস্ট/কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট (CBAT)

IV. ডকুমেন্ট যাচাই ও শারীরিক পরীক্ষা।

RRB NTPC 2024 পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখগুলি

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: আগস্ট 2024
  • অনলাইনে আবেদন শুরুর তারিখ: সেপ্টেম্বর 2024
  • আবেদনের শেষ তারিখ: অক্টোবর 2024
  • প্রবেশপত্র ডাউনলোডের তারিখ: নভেম্বর 2024
  • CBT পরীক্ষার তারিখ: ডিসেম্বর 2024

RRB NTPC 2024 পরীক্ষার যোগ্যতাRRB NTPC 2024 পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা পূরণ করতে হবে:

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রী।
  • বয়স সীমা: ১৮ থেকে ৩০ বছর (বিভিন্ন শ্রেণীর জন্য বয়স সীমায় ছাড় রয়েছে)।
  • জাতীয়তা: ভারতীয়।
  • NTPC 2024 পরীক্ষার সিলেবাসপরীক্ষার সিলেবাস নিম্নরূপ:

  • সাধারণ জ্ঞান: Current Events (National and International), General Science, Indian History, Indian Polity, Indian Economy, Grography, Sports, Books and Authors, Important days and Events, Awards, Abbreviations, Economics News, Budgets, Who's who etc.।
  • গণিত: Number System, Simplification, LCM and HCF, Decimals and Fractions, Ratio and Proportion Percentage, Average, Time and Work, Time and Distance, Problem on ages, Data Interpretation, Algebra, Geometry, Trigonoletry, Mensuration।
  • যুক্তি ও সাধারণ বুদ্ধিমত্তা: Analogy, Coding Decoding, Aplhabets, Order and Ranking, Inequality, Direction Test, Sylliogism, Venn Diagram, Letter and Number Series, Sitting Arrangements, Puzzle test, Statement Conclusions, Statement and Assumptions, Causes and Effect, Data Sufficiency, Binary, Non Verbal reasoning।
যদি আগস্ট বা সেপ্টেমবরে বিজ্ঞপ্তি আসে তবে ধরে নেওয়া যায় পরীক্ষা হবে জানুয়ারী বা ফেব্রুয়ারী তে। তাই সঠিক সিলেবাস অনুসারে এখনই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। কারন এক মাস বা দুই মাস প্রস্তুতি নিয়ে সিলেবাস শেষ করা যায় না। প্রস্তুতি নেওয়ার সময় আগের বছরের প্রশ্নপত্র গুলি দেখে সঠিক সিলেবাস দেখে পড়াশোনা করতে হবে।

RRB NTPC 2024 পরীক্ষায় সফল হতে হলে সঠিক পরিকল্পনা ও অধ্যবসায় জরুরি। নিয়মিত প্রস্তুতি ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। সর্বশেষ আপডেট এবং পরীক্ষার সম্পর্কিত সকল তথ্যের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করো।

আপডেটের জন্য আমাদের পেজটি ফলো করতে থাকো। 

ফ্রী লাইভ ক্লাসের জন্য ক্লিক করো।

আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও

Launch your GraphyLaunch your Graphy
100K+ creators trust Graphy to teach online
𝕏
ClassOne 2025 Privacy policy Terms of use Contact us Refund policy